টুডে ডেস্ক
বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। শনিবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এই ঋণের অনুমোদন দেয়া হয়।
বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অর্থ সরকারি রাজস্ব ব্যবস্থা উন্নয়ন, করনীতির স্বচ্ছতা বৃদ্ধি, ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং দুর্নীতি প্রতিরোধে ই-প্রকিউরমেন্ট চালুর মতো সংস্কারমূলক উদ্যোগে ব্যয় করা হবে।
বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির জন্য সরকারি আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন জরুরি। এই অর্থায়ন দেশের নীতিমালাকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে।’
এছাড়া এই অর্থায়নের আওতায় কর অব্যাহতির সিদ্ধান্তে সংসদের ভূমিকা জোরদার, আন্তর্জাতিক মান অনুযায়ী ব্যাংকিং খাতের আর্থিক প্রতিবেদন, ২০২৭ সালের মধ্যে প্রকল্প মূল্যায়ন প্রতিবেদন জনসাধারণের জন্য উন্মুক্ত করা এবং সরকারি কেনাকাটায় ই-জিপি বাধ্যতামূলক করার মতো পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।
বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা জানান, এই অর্থায়ন সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির পাশাপাশি দুর্যোগ বা অর্থনৈতিক ধাক্কায় দরিদ্র পরিবারগুলোর জন্য সহায়তা নিশ্চিত করবে।