টুডেনিউজ বিডি ডটনেট
গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিশ্ববাসীকে হরতাল ও বিক্ষোভ মিছিল করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
রোববার (৬ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হামাস বলেছে, আমরা গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী হরতাল, ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করার আহ্বান জানাচ্ছি।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দখলদার শক্তি আলোচনার মাধ্যমে যা করতে ব্যর্থ হয়েছে, গণহত্যা ও আগ্রাসনের মাধ্যমে তা কখনোই পারবে না।
সমাধানের পথ বাতলে হামাস বলেছে, এখন সামনে একটাই মাত্র পথ। তা হলো দখলদারদের বিরুদ্ধে ফুঁসে ওঠা। আর পশ্চিমতীরের সাথে ইসরাইলের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়া।
সূত্র : আল জাজিরা