টুডেনিউজ বিডি ডটনেট
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের গড় হার ৮০.৩৮ শতাংশ।
ফলাফল ঘোষণা
বৃহস্পতিবার (২৭ মার্চ), ২৬ রমজান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মিলনায়তনে দুপুর ১২টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, মুমতায (স্টার মার্ক) পেয়েছে ৫৫,১৪২ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন, জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) ৬৪,৬৩২ জন এবং মাকবুল (তৃতীয় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন।
পরীক্ষার ফলাফল বেফাকের নিজস্ব ওয়েবসাইট ([www.wifaqresult.com](http://www.wifaqresult.com))-এ পাওয়া যাবে। ২০২৫ সালের নতুন ফলাফলই শুধু প্রদর্শন করা হবে, তবে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ফলাফল শাওয়াল মাস থেকে ওয়েবসাইটে দেখা যাবে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা সাজিদুর রহমান, মুফতী মনসূরুল হক, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা জাফর আহমাদ, মাওলানা শওকত হুসাইনসহ বেফাকের অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতি
বেফাক জানিয়েছে, এই বছর সারাদেশের মাদরাসায় প্রাথমিক ফলাফলের মুদ্রিত কপি ব্যাপকভাবে প্রেরণ না করার সিদ্ধান্ত হয়েছে। যারা হার্ডকপি পেতে আগ্রহী, তারা বেফাকের পরীক্ষা বিভাগ থেকে সংগ্রহ করতে পারবেন।
– ব্যক্তিগত ফলাফল দেখার জন্য ইন্টার ব্রাউজার থেকে [wifaqedu.com](http://wifaqedu.com) সাইটে প্রবেশ করে সন, মারহালা ও রোল নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।
– মাদরাসা ওয়ারি ফলাফল দেখার জন্য [wifaqedu.com](http://wifaqedu.com) এ প্রবেশ করে সন, মারহালা, ইলহাক নম্বর এবং মাদরাসার নিবন্ধিত ফোন নম্বরের শেষ দুটি ডিজিট প্রদান করে সার্চ করলে ফলাফল পাওয়া যাবে।
পরীক্ষার বিবরণ
৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা ৩ ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলে। পরীক্ষাটি ৪৯টি জোনের আওতায় অনুষ্ঠিত হয়। পাঁচটি মারহালার শিক্ষার্থীরা এতে অংশ নেয়। স্তরগুলো হলো:
১. ইবতিদাইয়্যাহ (তাইসীর)
২. মুতাওয়াসসিতাহ (নাহবেমীর)
৩. সানাবিয়া (কাফিয়া)
৪. সানাবিয়া উলিয়া (শরহে বেকায়া)
৫. ফযীলত (মিশকাত)
সারাদেশে ২২৭১টি মারকাজে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ৩,৪৯,৭৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ছাত্র ১,৪৭,২১২ জন এবং ছাত্রী ২,০২,৫৬৪ জন। বেফাকভুক্ত প্রায় ২৯,০০০ মাদরাসার মধ্যে ১৭,৩৬২টি মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
মেধাতালিকায় শীর্ষস্থান অর্জনকারীরা
ফযীলত (স্নাতক) স্তর
– ছাত্রদের মধ্যে : ১ম স্থান – খালেদ হাসান (৭৭৫), ২য় স্থান – মুহাম্মাদ মাছরুর হাসান (৭৫৮), ৩য় স্থান – মুহাম্মাদ মু’তাসিম বিল্লাহ ও মাহমুদ বিন হাসান সানি (৭৫৬)।
– ছাত্রীদের মধ্যে : ১ম স্থান – আসমা (৬৬৪), ২য় স্থান – তাহসীনা সিদ্দীকা মারিয়া (৬৬২), ৩য় স্থান – তাজদীদা হক লুবাবা (৬৪৩)।
সানাবিয়া উলিয়া (উচ্চ মাধ্যমিক) স্তর
– ছাত্রদের মধ্যে : ১ম স্থান – মুহা. নেয়ামত উল্লাহ রিদওয়ান (৬৭৮), ২য় স্থান – মিছবাহ উদ্দিন ও মোঃ আরিফুল ইসলাম সাহেদ (৬৭৭), ৩য় স্থান – আব্দুল্লাহ আশরাফ মাহমুদ ও রাইয়ান সিকদার (৬৭৩)।
– ছাত্রীদের মধ্যে : ১ম স্থান – হোসনা আক্তার ও মোছা: ফিমা মোস্তারিন (৬৫৩), ২য় স্থান – আয়শা সিদ্দিকা ও সারা বিনতে হারুন (৬৫০), ৩য় স্থান – সুমাইয়া তুস সাদিয়া ও ফাইজা ফাতিমা (৬৪৬)।
সানাবিয়া (মাধ্যমিক) স্তর
– ছাত্রদের মধ্যে : ১ম স্থান – লাবীব মাসরুর (৭৮৬), ২য় স্থান – মুহাম্মাদ আল-আমীন (৭৭৭), ৩য় স্থান – মুহাম্মাদ (আউয়াল), আবু সুফিয়ান, মোঃ সুলাইমান হুসাইন ও ওমর ফারুক (৭৭৪)।
মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক) স্তর
– ছাত্রদের মধ্যে : ১ম স্থান – আব্দুল্লাহ মুবাশ্বির ও মোঃ ইমদাদুল্লাহ (৬৮৮), ২য় স্থান – মোহাম্মদ আমানুল্লাহ কাফী (৬৮৭), ৩য় স্থান – মোঃ মানযিল ইসলাম ও মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী (৬৮৬)।
– ছাত্রীদের মধ্যে : ১ম স্থান – মারইয়াম আব্দুল্লাহ, যুহায়রা তাসনীম ও আদিবা সুলতানা (৬৭৯)।
ইবতিদাইয়া (প্রাইমারি) স্তর
– ছাত্রদের মধ্যে : ১ম স্থান – মোঃ মিরাজ হোসেন (৫৯৪), ২য় স্থান – মুহাম্মাদ রাইহান (৫৯৩), ৩য় স্থান – কে. এম. সিফাত আহসান ও মুহা: ছাদিকুজ্জামান (৫৯২)।
– ছাত্রীদের মধ্যে : ১ম স্থান – সুমাইয়া আক্তার ও শেখ আহনাফ রাদিয়া নূহা (৫৮৯)।
তাহফিজুল কুরআন ও ইলমুত তাজবীদ
– তাহফিজুল কুরআন : ১২৭টি গ্রুপে ৩,২২৩ জন ছাত্র এবং ১২টি গ্রুপে ১২৪ জন ছাত্রী ১ম-৩য় স্থান অর্জন করেছে।
– ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত : ৫টি গ্রুপে ১৭ জন শিক্ষার্থী ১ম-৩য় স্থান অর্জন করেছে।