বৈশ্বিক হরতালে অংশগ্রহণের আহ্বান বেফাকের

টুডেনিউজ বিডি ডটনেট

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে ডাকা বৈশ্বিক হরতালের প্রতি সংহতি জানিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)। সংগঠনটি দেশের সর্বস্তরের মুসলমানদের এই হরতালে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

রোববার (৬ এপ্রিল) রাতে বেফাকের সভাপতি আল্লামা মাহমূদুল হাসান, সিনিয়র সহসভাপতি আল্লামা সাজিদুর রহমান এবং মহাসচিব আল্লামা মাহফুজুল হক এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, সোমবার (৭ এপ্রিল) সারা বিশ্বের মুসলমানরা যে বৈশ্বিক হরতালের ডাক দিয়েছেন, বেফাক তাতে একাত্মতা ঘোষণা করছে। একই সঙ্গে বাংলাদেশের মুসলমানদেরও এর সঙ্গে একাত্ম হতে আহ্বান জানানো হয়।

বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীর প্রেরিত বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালাচ্ছে তা সব নৃশংসতাকে ছাপিয়ে গেছে। বিশ্ব বিবেক আজ গণহত্যাকারী ইসরায়েলের কাছে জিম্মি।

বিবৃতিতে বলা হয়, আমেরিকার সরাসরি সহায়তায় ইসরায়েল বহু বছর ধরে দখল ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। অবৈধ রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে একটি বিষফোঁড়ায় পরিণত হয়েছে।

বেফাক নেতারা সবাইকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিবাদ জানাতে আহ্বান জানান। একই সঙ্গে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার ডাক দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top