আহমেদ নিঝুম
ব্যস্ততা ঘিরে ধরে কাল বয়ে যায়,
সময়ের সাথে মিলে থাকা বড় দায়।
কাজকাম কত কিছু
সব দায় থাকে পিছু
কবিতার হাতছানি ডাকে নিরালায়।
ব্যস্ততা ঘিরে ধরে কাল বয়ে যায়,
কবিতার টানে তবু ফিরি সহসায়।
আহমেদ নিঝুম
ব্যস্ততা ঘিরে ধরে কাল বয়ে যায়,
সময়ের সাথে মিলে থাকা বড় দায়।
কাজকাম কত কিছু
সব দায় থাকে পিছু
কবিতার হাতছানি ডাকে নিরালায়।
ব্যস্ততা ঘিরে ধরে কাল বয়ে যায়,
কবিতার টানে তবু ফিরি সহসায়।