ব্যাংককে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ

টুডেনিউজ বিডি ডটনেট

ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে আজ শুক্রবার (৪ এপ্রিল)। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হবে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।’

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতা সাক্ষাৎ করেন এবং কুশলাদি বিনিময় করেন।

নৈশভোজে তাদের ঘনিষ্ঠভাবে কথোপকথন করতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে অংশ নিতে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।

এই সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top