পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সফলভাবে ধ্বংস করেছে।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অপারেশন বুনিয়ান মার্সুস’-এর অংশ হিসেবে পাকিস্তান বিমান বাহিনী (PAF) ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর জেলার আদমপুরে অবস্থিত এস-৪০০ সিস্টেমকে লক্ষ্যবস্তু করে আঘাত হানে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, এই প্রতিশোধমূলক হামলায় পাকিস্তান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে। পাকিস্তানের দাবি অনুযায়ী, এই হামলায় একটি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান গুরুতরভাবে আঘাত হেনেছে। তবে তা সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ভারতের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, ভারতীয় সশস্ত্র বাহিনীর হাতে থাকা রাশিয়ান-নির্মিত এই এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর এবং এর মূল্য প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। এটি ভারতীয় বিমান প্রতিরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত।
এদিকে, ভারতের পক্ষ থেকে এই দাবিকে সরাসরি অস্বীকার করা হয়েছে। শনিবার একজন ভারতীয় সামরিক কর্মকর্তা পাকিস্তানের এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেন এবং জানান, আদমপুরে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা অক্ষত রয়েছে।
পাকিস্তানের দাবি ও ভারতের পাল্টা অস্বীকারের মধ্য দিয়ে উপমহাদেশের দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আরো গভীর হয়েছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সূত্র : সামা টিভি ও দ্য হিন্দু