ভারতের ওয়াকফ বিল পাশ : যা বললেন আইন উপদেষ্টা

টুডেনিউজ বিডি ডটনেট

ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি দখলের উদ্দেশ্যে বিজেপি সরকারের সদ্য পাসকৃত আইনটি সংখ্যালঘুদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী গোষ্ঠীর ধারাবাহিক বৈষম্য ও নিপীড়নের আরেকটি দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “ভারতে মোদী সরকার মুসলিম-বিরোধী আরেকটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাস করে তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডে অমুসলিমদেরও অন্তর্ভুক্ত করার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিধান করেছে। আশঙ্কা করা হচ্ছে, এই আইনের মাধ্যমে বহু পুরাতন মসজিদসহ মুসলমানদের ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।”

তিনি আরও বলেন, “ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। তাহলে প্রশ্ন ওঠে, ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্তির প্রয়োজন কেন?”

অধ্যাপক নজরুল মন্তব্য করেন, “এই আইন ভারতের মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী গোষ্ঠীর ধারাবাহিক বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে।”

তিনি আরও বলেন, “দুঃখজনক হলেও সত্য, এই একই গোষ্ঠী বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ নিরবচ্ছিন্নভাবে তুলে ধরে চলেছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top