টুডেনিউজ বিডি ডটনেট
সংখ্যাধিক্যের জোরে মোদি সরকার বুধবার গভীর রাতে পার্লামেন্টে ওয়াকফ বিল পাশ করে ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে।
বৃহস্পতিবার কলকাতার এক বিক্ষোভ মিছিলে এ কথা বলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান।
বৃহস্পতিবার কোলকাতার টিপু সুলতান মসজিদ থেকে পার্কস্ট্রিট মোড় পর্যন্ত ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে গর্জে উঠেন হাজার হাজার মানুষ।
মাওলানা কামরুজ্জামান মিছিল শেষে বলেন, দেশে যখন জরুরি পরিস্থিতি তৈরি হয় তখন গভীর রাতে পার্লামেন্টে ভোটাভুটি হয়। ওয়াকফ বিল নিয়ে গভীর রাতে পার্লামেন্টে ভোটাভুটি করে সেই জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিলো।
তিনি আরো বলেন, মোদি সরকার দেশের প্রকৃত উন্নয়ন না করতে পেরে শুধু বিভাজনের রাজনীতি করে, আর মুসলিমদের সাংবিধানিক অধিকার খর্ব করে দেশকে শেষ করতে চাইছে। পার্লামেন্টে যতই ওয়াকফ বিল পাশ করাক কৃষি বিল প্রত্যাহারের মতো ওয়াকফ বিল প্রত্যাহার না করলে দেশজুড়ে ধারাবাহিক লড়াই চলবে।
এদিন মিছিল থেকে ফিলিস্তিনে শিশু-নারী হত্যার প্রতিবাদে ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।
বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন হাফেজ সিদ্দিকুল্লাহ, মাওলানা হাসিবুর রহমান, মাওলানা আমিনুল আন্বিয়া, মাওলানা মিজানুর রহমান, শিক্ষক আলি আকবর, হাফেজ নাজমুল আরেফীন প্রমুখ বিশিষ্টজনেরা।
সূত্র : পুবের কলম