কাশ্মিরে হামলা, ভারত-পাকিস্তান উত্তেজনা, সৌদি আরব ও ইরান মধ্যস্থতা, নরেন্দ্র মোদি,

ভারতের সশস্ত্র বাহিনীকে হামলার পূর্ণ স্বাধীনতা দিলেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু ও কাশ্মীর পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনীল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মোদি সেখানে সশস্ত্র বাহিনীকে কবে-কখন, কোথায় এবং কীভাবে হামলা চালাতে হবে, সে বিষয়ে পূর্ণ স্বাধীনতা দেন বলে জানিয়েছে এনডিটিভি।

বৈঠকে মোদি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বে তার আস্থার কথা জানান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জাতীয় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন। সূত্র বলছে, এর মাধ্যমে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার জবাবে সামরিক অভিযানের ‘সবুজ সংকেত’ দিয়েছেন তিনি।

বৈঠকের পর মোদির বাসভবনে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত, যদিও ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বুধবার সকালে মোদি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (সিসিএস)-এর সঙ্গে বৈঠকে বসবেন। গত সপ্তাহেও সিসিএস বৈঠকে পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, সিন্ধু নদ চুক্তি বাতিলসহ পাঁচটি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপর তিনি রাজনীতি বিষয়ক কমিটি (সিসিপিএ) ও অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গেও বৈঠক করবেন।

সূত্র : এনডিটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top