আগামী বছর শেষ হবে গঙ্গা চুক্তির মেয়াদ, স্বার্থ অনুযায়ী নতুন চুক্তি চায় ভারত

ভারতের স্থলবন্দরে বাংলাদেশি কাপড়-পাট-সুতা আমদানিতে নিষেধাজ্ঞা

নিজেদের স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতরের মহাপরিচালক এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কোনো স্থলবন্দর দিয়ে এখন থেকে এসব পণ্য আমদানি করা যাবে না। বরং শুধুমাত্র মহারাষ্ট্রের নাহভা শেভা সমুদ্রবন্দর ব্যবহার করেই এসব পণ্য ভারতে প্রবেশ করতে পারবে। নিষিদ্ধ ঘোষিত পণ্যের তালিকায় রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা এবং ব্লিচ না করা পাটের বোনা কাপড়।

এর আগে, গত মে মাসেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ভারত। সে সময় বাংলাদেশি তৈরি পোশাক স্থলবন্দর দিয়ে আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটি, শুধুমাত্র নাহভা শেভা ও কলকাতা বন্দর দিয়ে তা আমদানির সুযোগ রাখে। বাংলাদেশ প্রতিবছর প্রায় ৭০০ মিলিয়ন ডলারের পোশাক রফতানি করে ভারতে, যার বড় একটি অংশ যায় স্থলপথে। এ কারণে তখনই তৈরি পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়।

তবে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে রপ্তানি হওয়া পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে এসব পণ্য পুনরায় রফতানি করা যাবে না বলে স্পষ্ট করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতের পক্ষ থেকে বাংলাদেশবিরোধী পদক্ষেপ বাড়ছে বলে অভিযোগ রয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে সেই ‘শত্রুভাবাপন্ন’ নীতিরই অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top