ভারতের হামলা,

ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ছয়টি স্থানে চালানো হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই হামলাগুলো গতকাল রাত ও আজ ভোরে সংঘটিত হয়।

পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাঞ্জাবের আহমেদপুর ইস্ট এলাকার সুবহান আল্লাহ মসজিদে সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে, যেখানে প্রাণ হারিয়েছেন ১৩ জন। নিহতদের মধ্যে দুইজন তিন বছরের শিশু, সাতজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন। আহত হয়েছেন আরও ৩৭ জন।

এছাড়া মুজাফফারবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। কাশ্মীরের কোটলির আব্বাস মসজিদে ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৮ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।

মুরিদকের উম আল-কুরা মসজিদে হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন এবং একজন আহত হয়েছেন। এছাড়া শিয়ালকোট ও শাকারগড় এলাকাতেও হামলা চালানো হলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র : বিবিসি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top