বিজেপি, এপিসিআর, মুসলিম, সংখ্যালঘু,

ভারতে ১৬ দিনেই মুসলিমদের উপর ১৮৪ হামলা

কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের উপর উগ্রবাদী হামলার পর ১৬ দিনেই ভারতে মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত হয়েছে ১৮৪টি সহিংসতা ও নির্যাতনের ঘটনা।

মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস (এপিসিআর) প্রকাশিত এক রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

‘পেহেলগামের পর ঘৃণা’ শিরোনামের এই রিপোর্ট অনুযায়ী, ২২ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত সময়ের মধ্যে মুসলিমদের বিরুদ্ধে ১০৬টি হামলা, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। এর মধ্যে শুধু উত্তরপ্রদেশেই ঘটেছে ৪৩টি ঘটনা। মহারাষ্ট্র ও উত্তরাখণ্ডে ২৪টি করে, মধ্যপ্রদেশে ২০টি, এবং দিল্লিতে ৬টি ঘটনা ঘটেছে।

রিপোর্টে উঠে এসেছে, এই সময়ের মধ্যে দেশজুড়ে কমপক্ষে ৮৪টি ঘৃণাভাষণ ও বিদ্বেষমূলক বক্তব্য রেকর্ড করা হয়েছে, যার উৎস ছিল রাজনৈতিক ও ধর্মীয় মঞ্চ। মুসলিমদের ব্যবসা বন্ধে বাধ্য করা, বাড়ি-সম্পত্তি খালি করতে বলপ্রয়োগ, ধর্মীয় রীতিপালনে বাধা, এবং গুজব ছড়িয়ে আক্রমণের মতো ঘটনাও ঘটেছে।

ক্ষতিগ্রস্তদের বয়ানে দেখা যায়, কেবল টুপি পরা কিংবা মুসলিম পরিচয়ের কারণেই অনেককে নির্যাতনের শিকার হতে হয়েছে। ইন্দোরে এক মুসলিম সবজি বিক্রেতা বলেন, ‘তারা আমাকে বারবার পাকিস্তান চলে যেতে বলে।’ অনেক পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এপিসিআরের মতে, এই ধরণের সহিংসতা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিপজ্জনক সঙ্কেত।

সংগঠনটি দাবি করেছে, সরকার ও প্রশাসনের উচিত এসব ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, নইলে দেশ আরো গভীর সাম্প্রদায়িক বিভাজনের দিকে ধাবিত হবে।

সূত্র : পুবের কলম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top