পাকিস্তানের হামলা

ভারত অধিকৃত কাশ্মিরে পাকিস্তানের হামলায় নিহত ৩ ভারতীয়

ভারত অধিকৃত কাশ্মিরে পাকিস্তানের হামলায় তিনজন নিহত হয়েছে। বুধবার সকালে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, মধ্য রাতে ভারতের পক্ষ থেকে শুরু করা যুদ্ধে ব্যাপক হতাহত ও বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) চুরা কমপ্লেক্সে সাদা পতাকা উত্তোলনের মাধ্যমে পরাজয় স্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। ঘটনাটি সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ভূপাতিত ছয়টি যুদ্ধবিমানের মধ্যে রয়েছে তিনটি ফরাসি তৈরি রাফায়েল, একটি এসইউ-৩০ এমকেআই এবং একটি মিগ-২৯ ফুলক্রাম।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখার (এলওসি) ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করেছে এবং একটি ড্রোন গুলি করে নামিয়েছে। এলওসি এলাকায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে তীব্র গুলি বিনিময় চলছে।

এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। বুধবার নন-ডেলিভারেবল ফরোয়ার্ড (এনডিএফ) বাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ১ মাসের এনডিএফ চুক্তির তথ্যে দেখা যায়, অনশোর স্পট মার্কেট খোলার সময় রুপির দর ৮৪.৬৪ থেকে ৮৪.৬৮ রুপির মধ্যে লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মঙ্গলবারের ৮৪.৪৩২৫ রুপি থেকে নিম্নমুখী।

এছাড়া, হামলার খবরে ভারতের শেয়ারবাজারেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গিফট সিটির আর্থিক কেন্দ্রে বেঞ্চমার্ক এনএসই নিফটি ৫০ সূচক ১.১৯ শতাংশ হ্রাস পেয়েছে।

সূত্র : রয়টার্স ও অন্যান্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top