কাশ্মিরের পেহেলগামে উগ্রবাদী হামলাকে নিয়ে ভারত পাকিস্তানের উত্তেজনায় ‘দায়িত্বশীল সমাধানের’ আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সোমবার (২৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ভারত পাকিস্তানকে ‘দায়িত্বশীল সমাধানের’ আহ্বান যুক্তরাষ্ট্রের
প্রতিবেদনে বলা হয়, কাশ্মিরে সাম্প্রতিক উগ্রবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের সাথে একাধিক স্তরে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। এ সময় তারা ‘দায়িত্বশীল সমাধানের’ জন্য সকল পক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও তাই এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে। জনসমক্ষে যুক্তরাষ্ট্র ভারতের প্রতি সমর্থন জানিয়ে হামলার নিন্দা করেছে। তবে পাকিস্তানের সমালোচনা করেনি।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য ভারত এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ অংশীদার, যদিও পাকিস্তানের গুরুত্ব সাম্প্রতিক বছরগুলোতে কমেছে।
সূত্র : রয়টার্স