ভারত-পাকিস্তান উত্তেজনা, কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলা

ভারত-পাকিস্তান উত্তেজনায় সীমান্তজুড়ে আতঙ্ক

সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলায় ভারত-পাকিস্তান উত্তেজনাকে ঘিরে সীমান্তজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। রোববার (২৭ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যখনই ভারত-পাকিস্তান উত্তেজনা বৃদ্ধি পায়, তখনই সীমান্তজুড়ে তীব্র আতঙ্ক দেখা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। ফলে সবকিছুতে এক রকম স্থবিরতা দেখা দেয়। এরপর যখন পরিস্থিতির উন্নতি হয়, উভয় দেশ তাদের যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করে। এমনটিই হয়েছিল ২০২১ সালে।

সূত্রটি আরো জানিয়েছে, সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনা আবারো দেখা দিয়েছে। এই বিষয়টি নিয়ন্ত্রণ রেখার কাছে বসবাসকারী গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা বলছে যে যদি উভয় দেশ ভারী কামান ব্যবহার করে সেখানে পরিস্থিতি আরো তীব্র হবে। তখন তারা গোলাগুলির শিকার হতে পারেন। ফলে যেকোনো সময় তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে।

উল্লেখ্য, সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ উগ্রবাদী হামলা হয়। এ ঘটনায় ২৬ জন পর্যটক নিহত হন। ঘটনার পর থেকেই অভিযোগের তীর পাকিস্তানের দিকেই ফেরাচ্ছে মোদি সরকার। তবে পাকিস্তান বরাবরই তা অস্বীকার করে আসছে।

সূত্র : আল জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top