টুডেনিউজ বিডি ডটনেট
মার্কিন নেতৃত্ব ও ইউরোপ জুড়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জন সম্ভব বলে সোমবার পুনরায় নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, ‘একটি ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য সামনের সারির শক্তিশালী অবস্থান ও শক্তিশালী কূটনীতির একসাথে কাজ করতে হবে। মার্কিন নেতৃত্বে ও সমগ্র ইউরোপের সহযোগিতায় এটি অর্জন করা সম্ভব।’
তিনি ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করার জন্য ইউরোপীয় দেশগুলোর সাম্প্রতিক প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নতুন সামরিক সহায়তা প্যাকেজ, উন্নত বিমান প্রতিরক্ষাব্যবস্থা এবং দেশটির প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বৃদ্ধি।
জেলেনস্কি ইউক্রেনের অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তি প্রতিষ্ঠায় তাদের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন।
এদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিহিবা জানিয়েছেন, তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সাথে ফোনে কথা বলেছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় বলেন, ‘জেদ্দায় বৈঠকের আগে আমি জোর দিয়ে বলেছিলাম, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চায় যেমনটা অন্য কেউ চায় না। আমরা ইউক্রেনের জন্য শান্তি ও দীর্ঘমেয়াদী নিরাপত্তার উপায় নিয়ে আলোচনা করেছি।’
জেলেনস্কি বর্তমানে সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থান করছেন। সেখানে তার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে দেখা করার কথা রয়েছে। মঙ্গলবার মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যেও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি