ইরান, ইসরাইল, যুক্তরাষ্ট্র,

মার্কিন হামলার জবাব কিভাবে দিতে পারে ইরান

টুডেনিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইরানে সাম্প্রতিক বিমান হামলার পর তেহরান কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে, তা নিয়ে নানা আলোচনা চলছে। তেহরানের মধ্যপ্রাচ্য কৌশলগত গবেষণা কেন্দ্রের একজন সিনিয়র গবেষণা ফেলো আব্বাস আসলানি এ পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য তিনটি প্রতিক্রিয়ার রূপরেখা তুলে ধরেছেন।

আসলানি বলেন, ‘ক্ষতির পরিমাণের উপর নির্ভর করে সীমিত প্রতিক্রিয়া হতে পারে।’ তবে তিনি সতর্ক করে দেন, ‘ভুলে গেলে চলবে না যে পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ ছাড়াও এটি ইরানের সাথে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি প্রবেশ। ইরান আগেই সতর্ক করে দিয়েছিল যে তারা এই পদক্ষেপের জবাব দেবে।’

তার মতে, দ্বিতীয় পরিস্থিতিটি হতে পারে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ। ‘এক্ষেত্রে ইরান মার্কিন স্বার্থের পাশাপাশি ইসরাইলি স্বার্থের বিরুদ্ধে গুরুতর আক্রমণে জড়িত হওয়ার চেষ্টা করতে পারে। এর মধ্যে ইসরাইলি পারমাণবিক স্থাপনাসহ বিস্তৃত লক্ষ্যবস্তু অন্তর্ভুক্ত থাকতে পারে এবং ইরানের মিত্ররাও এতে যোগ দিতে পারে।’

আসলানি তৃতীয় একটি পথের কথাও উল্লেখ করেন, যেখানে ইরান সীমিত ও প্রতীকী জবাবের পাশাপাশি কৌশলগত চাপে রাখতে পারে। তিনি বলেন, ইরান ‘হরমুজ প্রণালীর মতো লিভার’ ব্যবহার করতে পারে, যা বন্ধ করে দিয়ে অঞ্চলজুড়ে শক্তির ভারসাম্যে অস্থিরতা সৃষ্টি করা সম্ভব।

বিশ্লেষকদের মতে, ইরান যে পথই বেছে নিক না কেন, এই প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের কৌশলগত পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলবে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে উত্তেজনা আরো বাড়াতে পারে।

সূত্র : আল জাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top