মার্চ ফর গাজা : সকালেই লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান

টুডেনিউজ বিডি ডটনেট

সকাল হতেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে লোকে লোকারণ্য এক প্রাঙ্গণে। শত শত মানুষের ঢল নামে সেখানে। সবার কণ্ঠেই যেন এক দাবি- ‘গাজার গণহত্যা বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও’।

‘মার্চ ফর গাজা’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে রাজধানী ছাড়িয়ে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন নানা শ্রেণি ও পেশার মানুষ। সব বয়সী মানুষের সরব উপস্থিতি প্রমাণ করে যে ফিলিস্তিন ইস্যু এখন কেবলই একটি আন্তর্জাতিক বিষয় নয়। এটি এখন বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বের হৃদয়ের বিষয় হয়ে উঠেছে।

সকাল সাতটা থেকেই ছোট ছোট মিছিল জমতে শুরু করে উদ্যান চত্বরে। কারো হাতে ফিলিস্তিনি পতাকা, কারো হাতে ‘Free Palestine’, ‘Stop the Genocide’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড। কেউবা গলা মেলাচ্ছেন প্রতিবাদী স্লোগানে, কেউ দাঁড়িয়ে আছেন নীরবে।

আয়োজকরা জানান, এই মার্চের উদ্দেশ্য শুধুই সংহতি জানানো নয়। বরং বিশ্ববাসীকে একটি বার্তা দেয়া যে বাংলাদেশী জনগণ অন্যায়, নিপীড়ন ও দখলের বিরুদ্ধে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ‘যেখানে শিশুরা প্রতিদিন বোমায় মরছে, সেখানে নীরব থাকা অপরাধ। আমরা গাজার পক্ষে, মানবতার পক্ষে দাঁড়াতে এসেছি।’

সোহরাওয়ার্দী উদ্যানের এই সকাল যেন এক নীরব শপথ- ফিলিস্তিনের মুক্তির জন্য সংগ্রাম অব্যাহত থাকবে, যতদিন না ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top