গ্রেটার জাহাজ ‘ম্যাডলিন’

মিসর উপকূলে পৌঁছেছে গাজামুখী গ্রেটার জাহাজ ম্যাডলিন, ইসরাইলের বাধার আশঙ্কা

রোববার আন্তর্জাতিক গাজা অবরোধ ভাঙার কমিটি ঘোষণা করেছে যে ইসরাইলের সতর্কবার্তার পরেও ‘ম্যাডলিন’ নামক ত্রাণবাহী জাহাজটি গাজামুখী যাত্রার অংশ হিসেবে মিসরের জলসীমায় প্রবেশ করেছে।

জাহাজটির অন্যতম আয়োজক সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, এটি ইতোমধ্যে উত্তর মিসরের আলেকজান্দ্রিয়া অতিক্রম করেছে এবং কয়েক ঘণ্টার মধ্যে মানসুরা শহরে পৌঁছাবে… গাজায় যাওয়ার পথে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আগামী সময়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।

এর কিছুক্ষণের মধ্যেই কমিটি একটি সতর্কতামূলক বিবৃতি দিয়ে জানায়, ইসরাইল জাহাজটির অবস্থান ও সংকেত আটকে দেয়ার চেষ্টা করছে। মনে হচ্ছে ইসরাইল ম্যাডলিনে আমাদের সহকর্মীদের অবস্থান এবং সঙ্কেত আটকে দিচ্ছে।

কমিটি জাহাজটির অবস্থান লাইভ ট্র্যাক করার জন্য একটি ইলেকট্রনিক লিঙ্কও প্রকাশ করেছে এবং সেই লিঙ্কটি সমগ্র ইন্টারনেটে শেয়ার করার আহ্বান জানিয়েছে। তারা আরো বলেছে, ইসরাইল আন্তর্জাতিক জলসীমার মাঝখানে যুদ্ধাপরাধ করার প্রস্তুতি নিচ্ছে।

জাহাজটিতে থাকা কর্মী ইয়াসেমিন আকার নিশ্চিত করেছেন, যোগাযোগ বিচ্ছিন্নতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিনি আরো বলেন, যদি আগামী কয়েক ঘণ্টার মধ্যে আমাদের থেকে কোনো খবর না পান, তাহলে এর অর্থ হলো আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন… মনে রাখবেন আমরা গাজার জন্য এটি করছি।

ইসরাইলি মিডিয়ার বরাতে জানা গেছে, ইসরাইলি সেনাবাহিনী ‘ম্যাডলিন’ জাহাজটিকে আটকানোর, আশদোদ বন্দরে টেনে নিয়ে যাওয়ার এবং এরপর কর্মীদের বহিষ্কার করার প্রস্তুতি নিচ্ছে। আয়োজকদের এই সতর্কবার্তাগুলো এই প্রেক্ষাপটেই এসেছে।

জাহাজটিতে মোট ১২ জন কর্মী রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গ এবং আইরিশ অভিনেতা লিয়াম কানিংহাম। ইউরোপীয় সংসদের ফরাসি সদস্য রিমা হাসানও জাহাজটিতে রয়েছেন এবং তিনি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জাহাজ থেকে একটি লাইভ ছবি আপলোড করেছেন।

এর আগে, গত সপ্তাহে ইসরাইলি রাষ্ট্রীয় সম্প্রচারক কেএএন জানিয়েছিল যে তেল আবিব প্রাথমিকভাবে জাহাজটিকে যাত্রার অনুমতি দিলেও পরে সেই সিদ্ধান্ত বাতিল করেছে। ইসরাইলের মতে, ভবিষ্যতের মানবিক সহায়তা মিসনের জন্য একটি নজির স্থাপন হবে এমন আশঙ্কায় অনুমোদন প্রত্যাহার করা হয়েছে।

‘ম্যাডলিন’ জাহাজটি গাজার জনগণের জন্য অত্যন্ত জরুরি সামগ্রী বহন করছে, যার মধ্যে রয়েছে শিশুর ফর্মুলা, আটা, চাল, ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানির লবণাক্ততা দূরীকরণ কিট, চিকিৎসা সরঞ্জাম, ক্রাচ এবং শিশুদের জন্য প্রস্থেটিক অঙ্গ।

উল্লেখযোগ্যভাবে, ২ মে মাল্টার উপকূলে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত আরেকটি জাহাজ ‘কনসায়েন্স’ একটি ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

ইসরাইল যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে। এই আক্রমণে এখন পর্যন্ত প্রায় ৫৪,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সাহায্য সংস্থাগুলি ২০ লক্ষেরও বেশি বাসিন্দার মধ্যে দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি ইসরাইল ছিটমহলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top