প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচীর হুঁশিয়ারি দিয়েছেন জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে হাসনাত বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচী চলবে।
এ সময় তিনি আরো বলেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সাথে আমরা নাই।