নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে একত্রিত হয়েছেন জুলাইযোদ্ধারা। এতে সংহতি প্রকাশ করেছে বিভিন্ন ইসলামীপন্থী দল। কোনো কোনো দলের নেতারা স্বশরীরে উপস্থিতও হয়েছে।
ইতোমধ্যে ইসলামপন্থীদের বৃহত্তম অরাজনৈতিক দল হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব বাহাউদ্দিন যাকারিয়া, নেজামে ইসলাম পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জুলাইয়ের অন্যতম অংশীদার সাধারণ আলেম সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যমুনার সামনে উপস্থিত হয়েছেন।
এছাড়া কওমি বুদ্ধিজীবী মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি হারুন ইজহার ও মুফতি রেজাউল করিম আবরার প্রমুখও উপস্থিত হয়েছেন।
উল্লেখ্য, এই কর্মসূচি নির্দিষ্ট কোনো দলের ব্যানারে ডাকা হয়নি। বরং জুলাইয়ের সকল পক্ষ মিলে এই কর্মসূচির আয়োজন করেছে। সেখানে মাদরাসার ছাত্র-শিক্ষকসহ দাঁড়ি-টুপীওয়ালা মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারো জেগেছে জুলাইযোদ্ধারা