শায়খ ইবনুল কালাম
স্বর্ণ-রূপার যাকাত আদায়ের ক্ষেত্রে মূল মাসয়ালা হলো, যাকাতটা পরিমাণের ভিত্তিতে দিতে হবে। মূল্যের ভিত্তিতে নয়। উদাহরণস্বরূপ, যদি কারো কাছে ৮৭.৪৮ গ্রাম স্বর্ণ থাকে, তবে তার যাকাত হবে ২.১ গ্রাম স্বর্ণ। এই পরিমাণ স্বর্ণ সরাসরি যাকাত হিসেবে আদায় করবে।
যদি স্বর্ণ বা রূপার নির্দিষ্ট পরিমাণ দেয়া সম্ভব না হয়, তবে এর বাজারমূল্য হিসাব করে অর্থ প্রদান করা যেতে পারে। মূল্য নির্ধারণের দুটি উপায় আছে। তা হলো,
এক. বিক্রয় মূল্য: নির্ধারিত পরিমাণ (যেমন ২.১ গ্রাম স্বর্ণ) বিক্রি করলে যে দাম পাওয়া যাবে, তা যাকাত হিসেবে দেয়া।
দুই. ক্রয় মূল্য: এই পরিমাণ স্বর্ণ কিনতে যে পরিমাণ টাকা লাগবে, তা যাকাত হিসেবে দেয়া।
সাধারণত বিক্রয়মূল্য ক্রয়মূল্যের চেয়ে কম হয়ে থাকে, প্রায় ১০% থেকে ১৫% কমে বিক্রি করতে হয়।
সেজন্য সতর্কতার দাবি হলো ক্রয়মূল্য ধরে হিসাব করে যাকাত দেয়া। এতে দরিদ্ররা বেশি উপকৃত হয়। ফতোয়া অনুযায়ী এটাই উত্তম পদ্ধতি। তবে কেউ যদি বিক্রয়মূল্য অনুযায়ী যাকাত দেয়, তাতেও যাকাত আদায় হয়ে যাবে।
সূত্র: ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ, খ.৬, পৃ.১২৪; কিতাবুল মাসায়েল, খ.২, পৃ.২৩০; ফাতাওয়া কাসেমিয়্যা, খ.১০, পৃ.৩৯৬।
লেখক : পরিচালক, নদওয়াতুল হানাফিয়া বাংলাদেশ