টুডেনিউজ বিডি ডটনেট
বাংলাদেশের সাহসী নারী শিক্ষার্থীরা, যারা গত বছরের জুলাই-আগস্ট মাসে গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন। এই পুরস্কারটি আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারের (আইডব্লিউওসি) অংশ হিসেবে প্রদান করা হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস স্থানীয় সময় সোমবার (৩১ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগামীকাল ১ এপ্রিল ওয়াশিংটনে ১৯তম বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করবেন। এই অনুষ্ঠানে আটজন অসাধারণ নারীকে স্বীকৃতি দেওয়া হবে এবং বিশ্বজুড়ে ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ আইডব্লিউওসি পুরস্কার প্রাপকদেরও সম্মানিত করা হবে, যারা সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার জন্য কাজ করছেন।
তবে, এই পুরস্কারের বিষয়ে ভিন্নমতও প্রকাশিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারী সদস্যদের অন্যতম উমামা ফাতেমা এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। তিনি ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে এবং ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলাকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন।
এই স্বীকৃতি বাংলাদেশের নারী শিক্ষার্থীদের সাহসিকতা ও নেতৃত্বের প্রতিফলন করে, যা আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে।