যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্কারোপ ইইউর, কার্যকর ১ এপ্রিল থেকে

টুডেনিউজ বিডি ডটনেট

যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্কারোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে। বুধবার (১২ মার্চ) ইউরোপীয় জোটটি এই ঘোষণা দেয়।

বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছে ইইউ। আগামী পহেলা এপ্রিল থেকে তা কার্যকর হবে। এতে মার্কিন শিল্প ও কৃষি পণ্যের উপর শুল্ক আরোপিত হবে। ট্রাম্প প্রশাসনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতংশ শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয় জোটটি।

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ব্লকটি মার্কিন শুল্ক আরোপের আশঙ্কা করছিল। সেজন্য তারা আগে থেকেই এর প্রস্তুতি নিয়েছিল। তবুও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপগুলো ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ ট্রান্সআটলান্টিক সম্পর্কের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। তবে গত মাসেই ওয়াশিংটন ইউরোপকে সতর্ক করে দিয়েছিল যে ভবিষ্যতে তাদের নিজস্ব নিরাপত্তার প্রতি যত্ন নিতে হবে।

ইইউর এই পদক্ষেপের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা প্রায় ২৬ বিলিয়ন ইউরো (২৮ বিলিয়ন ডলার) মূল্যের পণ্য আসবে। এতে কেবল ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যই নয়, টেক্সটাইল, গৃহস্থালী যন্ত্রপাতি এবং কৃষি পণ্যও থাকবে। এতে মোটরসাইকেল, বোর্বন, পিনাট বাটার এবং জিন্স ক্ষতিগ্রস্থ হবে। যেমনটি ট্রাম্পের প্রথম মেয়াদে হয়েছিল।

ব্রিটেন ইতোমধ্যে বলেছে যে তারা যুক্তরাষ্ট্রের উপর নিজস্ব প্রতিশোধমূলক ব্যবস্থা আরোপ করবে না। যুক্তরাজ্য সরকার বিশ্বব্যাপী ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর ওয়াশিংটনের ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেছে।

সূত্র : এপি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top