ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত

যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশীদের বাধ্যতামূলক নিবন্ধনের নির্দেশ

টুডেনিউজ বিডি ডটনেট

যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি সময় অবস্থানকারী সব বিদেশীকে নিবন্ধনের নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক্স প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে বলা হয়েছে, নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশীদের কেন্দ্রীয় সরকারের কাছে অবশ্যই নিবন্ধন করতে হবে। অন্যথায় তা অপরাধ হিসেবে গণ্য হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, নিবন্ধনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের আর্থিক জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।
পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের সূত্রে বলা হয়, অবৈধ অভিবাসীদের প্রতি তাদের বার্তা স্পষ্ট- যুক্তরাষ্ট্র ছাড়ুন এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান।

একটি ছবিসহ প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়, স্বেচ্ছায় ফিরে গেলে নিজের মতো করে ফ্লাইট ঠিক করা যাবে, আয় করা অর্থ সাথে করে নেয়া যাবে এবং ভবিষ্যতে বৈধভাবে ফেরার সুযোগও থাকবে। এমনকি আর্থিক অসচ্ছলতার কারণে কেউ ফিরতে না পারলে মার্কিন সরকার ভর্তুকি দেবে।

তবে কেউ যদি অবৈধভাবে অবস্থান অব্যাহত রাখেন, তাহলে তাদের কঠোর জরিমানা, তাৎক্ষণিক ফেরত পাঠানো এবং কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। নির্দেশ অমান্যকারীদের প্রতিদিনের জন্য ৯৯৮ ডলার জরিমানার কথাও জানানো হয়েছে।

এছাড়া যাদের ফেরত পাঠানো হবে, তারা আর কখনোই যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশ করতে পারবেন না বলেও সতর্ক করা হয়েছে।

সূত্র : সিবিসি ও অন্যান্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top