বৈশিষ্ট্যের বিচারে রাজনীতি জিনিসটাই নোংরা। এজন্য সাঈদ নূরসী বলতেন, ‘রাজনীতি আর শয়তান থেকে আল্লাহর নিকট পানাহ চাই।’
তবু রাজনীতি যেহেতু জরুরি প্রসঙ্গ। তহা আব্দুর রহমান রাজনীতির ভ্রষ্টতা থেকে বাঁচতে মুসলিম তরুণদের দুটি জরুরি পরামর্শ দেন। এক. সংলাপ। দুই. আখলাক।
সংলাপের ভিত্তি হচ্ছে জ্ঞান ও প্রমাণ (দলিল), যেখানে দলিল থাকে সেখানে সহিংসতার স্থান নেই।
আর আখলাক মানুষকে রাজনীতির নোংরামি থেকে রেহাই দেয়।
দুঃখের বিষয় হচ্ছে, সংলাপের জন্য যতটুকু জ্ঞান দরকার তা বহুলাংশের নেই। আখলাক ও নৈতিকতার দীক্ষা ছাড়াই যুবকেরা রাজনীতিতে জড়াচ্ছে। ফলে ইসলামি রাজনীতি, নতুন বন্দোবস্ত কিংবা কল্যাণের স্লোগানেও সহিংসতা বন্ধ হয় না।