রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান ম্যাক্রোঁর

টুডেনিউজ বিডি ডটনেট

ইউক্রেনে যুদ্ধবিরতিতে মস্কোকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘কঠোর ব্যবস্থা’ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

রোববার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ান বাহিনীর রক্তক্ষয়ী হামলার পর এক এক্সবার্তায় এই আহ্বান জানান তিনি।

এক্সবার্তায় ম্যাক্রোঁ বলেন, ‘সবাই জানে, এই যুদ্ধ রাশিয়া নিজেই শুরু করেছিল। আজ এটাও স্পষ্ট যে রাশিয়া নিজেই এটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মানুষের জীবন, আন্তর্জাতিক আইন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা করেই তারা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘রাশিয়ার উপর যুদ্ধবিরতি আরোপের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। এই হামলায় আবারো শিশুসহ অসংখ্য বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।’

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকালে রাশিয়ার সীমান্তঘেঁষা সুমি শহরের কেন্দ্রে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন ৯৯ জন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

হামলার ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির মাত্রা এই যুদ্ধের বেসামরিক বিপর্যয়ের আরো একটি নির্মম দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন দাবি করেছে, এই হামলা ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং সরাসরি বেসামরিক এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছে।

ম্যাক্রোঁর বক্তব্য পশ্চিমা বিশ্বে রাশিয়ার ওপর চাপ বাড়াতে নতুন মাত্রা যোগ করেছে। তার আহ্বান একটি বড় রাজনৈতিক বার্তা বহন করছে, যা ইউরোপীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারকদের কাছে রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেয়ার আহ্বান হিসেবে বিবেচিত হতে পারে।

এই ঘটনার পর জাতিসঙ্ঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে। কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে, রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ কিংবা সামরিক সহায়তা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে।

সূত্র : ব্যারনস ও অন্যান্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top