লেবাননে যুদ্ধবিরতির মাঝেই ৭১ বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরাইল। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
জাতিসঙ্ঘের মানবাধিকার অফিস মঙ্গলবার জানায়, ২০২৩ সালের ২৭ নভেম্বর ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এক ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই থেকে গত চার মাসে ইসরাইলি সামরিক অভিযানে লেবাননে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে।
মানবাধিকার অফিসের মুখপাত্র থামিন আল-খেতান জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রাথমিক পর্যালোচনা অনুসারে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে ইসরাইলি বাহিনীর হাতে কমপক্ষে ৭১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।’
তিনি আরো জানান, নিহতদের মধ্যে ১৪ জন নারী এবং নয়জন শিশু রয়েছে।
এ সময় অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানান তিনি।
সূত্র : মিডল ইস্ট মনিটর