টুডেনিউজ ডেস্ক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জড়ো হওয়া জুলাইযোদ্ধারা শাহবাগ থেকে নতুন কর্মসূচির ঘোষণা করেছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ফেসবুকের এক পোস্টে ওই কর্মসূচির জানান দেন জুলাইয়ের স্পিরিট হাসনাত আব্দুল্লাহ।
ফেসবুক পোস্টে হাসনাত বলেন, ‘আগামীকালের কর্মসূচি, তিন দফা দাবিতে বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণ-জমায়েত এবং সারাদেশের জুলাই-স্পটে ছাত্রজনতার গণ-অবস্থান।’
এ সময় ছাত্র জনতার তিন দফা দাবিও উল্লেখ করেন তিনি। হাসনাত বলেন, ছাত্র-জনতার তিন দফা দাবি- আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে; জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্ররা প্রথম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়। এরপর দুপুরের দিকে শাহবাগে গিয়ে অবস্থান নেয়। অবস্থান কর্মসূচি এখনো চলমান রয়েছে।