শুভেন্দু, উগ্রবাদী হামলা,

ইসরাইল যেভাবে গাজাকে শেষ করেছে, আমরাও ওদের শেষ করব : বিজেপি নেতা শুভেন্দু

শুভেন্দুর ইসলাম বিদ্বেষ

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে! আমরা মোদির সন্তান। ইসরাইল যেভাবে গাজাকে শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। তাদের নাম-নিশানা মুছে ফেলব।’

ভারত শাসিত কাশ্মিরে সাম্প্রতিক উগ্রবাদী হামলায় নিহত পর্যটক বিতান অধিকারীর লাশ কলকাতায় এলে মুসলিমদের বিরুদ্ধে এভাবে বিদ্বেষ উগরে দিয়েছেন তিনি।

জানা যায়, কাশ্মিরের পহেলগাঁওয়ে উগ্রবাদী হামলায় নিহত হয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। মঙ্গলবার (২২ এপ্রিল) সপরিবারে কাশ্মীর ভ্রমণে গেলে উগ্রবাদিদের গুলিতে তার মৃত্যু হয়। ওই হামলার সময় তার আড়াই বছরের ছেলে সঙ্গে ছিল।

বিতান অধিকারী কর্মসূত্রে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকতেন। ছুটিতে দেশে ফিরে স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার তাদের বাড়ি ফেরার কথা ছিল।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিতানের লাশ কলকাতায় পৌঁছে। স্ত্রী সোহিনী অধিকারী কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, ছেলের চোখের সামনেই ওর বাবাকে মেরে ফেলেছে।

এ সময় মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করে ওই বক্তব্য দেন শুভেন্দু। তার বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

কাশ্মিরে পর্যটক হত্যাকাণ্ড : দায় স্বীকারকারী টিআরএফ কে এবং কেন এই হামলা?

সূত্র : দ্য ফ্রি প্রেস জার্নাল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top