পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) মিত্রদের সাথে আলোচনা করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও স্পিকার সরদার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয়টি বিবেচনা করছে।
দলের ঘনিষ্ঠ সূত্র জানায়, ইমরান খান, তার আইনজীবীরা ও পরিবারের সদস্যদের এক বৈঠকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে সক্রিয় আলোচনা হয়েছে।
বৈঠকে ইমরান খানকে মিত্রদের অবস্থান জানানো হয়। এদের মধ্যে পাখতুনখোয়া মিলি আওয়ামী পার্টির নেতা মাহমুদ খান আছাকজাই রয়েছেন। তিনি প্রকাশ্যে স্পিকারের প্রতি অনাস্থা জানিয়েছেন।
সূত্রটি আরো জানায়, ইমরান খান দলের নেতাদের এবং বিরোধী মিত্রদের এই পরিকল্পনায় এগিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে সময়মতো কৌশল বাস্তবায়নের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।
দলের এক জ্যেষ্ঠ নেতা জানান, ইমরান খান মনে করেন যে সরকারকে সংসদে এবং সংসদের বাইরে—দুই জায়গাতেই চ্যালেঞ্জ করা উচিত।
এ বিষয়ে পিটিআই নেতা ও সাবেক স্পিকার আসাদ কায়সার বলেন, প্রধানমন্ত্রী ও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, ‘আমরা এই বিকল্পটি খোলা রেখেছি। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে আপাতত পিছিয়ে রয়েছি। এখন পদক্ষেপ নিলে এটি জাতীয় সঙ্কটে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টার মতো দেখা যেতে পারে।’
তিনি আরো জানান, যথাযথ সময়ে অনাস্থার বিকল্পটি ব্যবহার করা হবে। তিনি পুনরায় উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ও স্পিকার দু’জনই বিরোধীদের লক্ষ্যবস্তু।
উল্লেখ্য, পাকিস্তানের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান ২০২২ সালের এপ্রিলে অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হন।
সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল