সচিবালয়, ঐক্য ফোরাম, সম্পাদকের বাছাই,

সচিবালয়ে কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতি শেষে আগামী রবি ও সোমবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজকের কর্মবিরতি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে সাংবাদিকদের কাছে নতুন কর্মসূচিসহ পরবর্তী করণীয় সম্পর্কে জানান বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদীউল কবীর ও মো: নূরুল ইসলাম এবং কো-মহাসচিব নজরুল ইসলাম।

ঐক্য ফোরামের নেতারা জানান, রোববার তিনজন অন্তর্বর্তী উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেয়া হবে। সোমবার দেয়া হবে আরো দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের কাছে। মাঠপর্যায়েও সংস্থা ও প্রতিষ্ঠানপ্রধানদের মাধ্যমে স্মারকলিপি দেয়া হবে।

ঐক্য ফোরামের নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন, জাপান সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশে ফিরলে পরিস্থিতির সমাধানে ‘ভালো সংবাদ’ পাওয়া যেতে পারে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেয়া হয় এবং গত রোববার সন্ধ্যায় তা জারি করা হয়। এরপর থেকেই সচিবালয়ের কর্মচারীরা এ অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top