সচিব পদে আওয়ামীপন্থীদের পুনর্বাসন, প্রশাসনে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী এবং আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তারা নানা কৌশলে সচিব পদে পদোন্নতি পাচ্ছেন—এমন অভিযোগে প্রশাসনে নতুন করে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মফিদুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ২৪ মার্চ তাকে সচিব করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

অভিযোগ রয়েছে, অতীতে মফিদুর রহমানসহ পদোন্নতিপ্রাপ্তরা বিভিন্ন সময় শেখ মুজিবুর রহমানের মাজারে জিয়ারতে নেতৃত্ব দিয়েছেন, ভালো পোস্টিং পেয়েছেন এবং আওয়ামী সরকার সমর্থনে সক্রিয় থেকেছেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিভিশনে আওয়ামী বন্দনার অনুষ্ঠান সঞ্চালনা ও গণজাগরণ মঞ্চে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

অন্যদিকে, ছয় মাস আগে প্রধান উপদেষ্টার স্বাক্ষরসহ পাঠানো সার-সংক্ষেপ এখনো আটকে থাকায় বহু কর্মকর্তা পদোন্নতির বাইরে রয়ে গেছেন। অভিযোগ, তারা সচিবালয়ে যোগাযোগ করেও আশ্বাস ছাড়া কিছুই পাননি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. এ কে এম শাহাবুদ্দিনসহ কয়েকজন অতিরিক্ত সচিবেরও পদোন্নতি চূড়ান্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে।

অবশ্য অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী সময়ে ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে, যার মধ্যে সচিব ১১৯ জন, অতিরিক্ত সচিব ৫২৮ জন।

তবু প্রশাসনে অসন্তুষ্ট কর্মকর্তারা প্রশ্ন তুলছেন—আওয়ামী সরকারের পতনের পরও কিভাবে তাদের ঘনিষ্ঠ কর্মকর্তারা এখনো প্রভাবশালী পদে পদোন্নতি পাচ্ছেন? তারা এসব পদোন্নতিতে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top