সশস্ত্র বাহিনীকে হামলার পূর্ণ অধিকার দিয়েছে পাকিস্তান। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ উদ্ধৃত করে দেশটি বাহিনীকে এই অধিকার প্রদান করে।
বিবিসির খবরে বলা হয়েছে, ভারতের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে পাকিস্তান আত্মরক্ষার অধিকার জোরদার করেছে এবং কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ উদ্ধৃত করে পাকিস্তান জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক প্রাণহানির প্রতিশোধে তারা “নিজেদের পছন্দের সময়, স্থান ও পদ্ধতিতে” ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।
পাকিস্তানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা “প্রাসঙ্গিক পদক্ষেপ” নেওয়ার জন্য “সম্পূর্ণরূপে অনুমোদিত” এবং আগ্রাসনের বিরুদ্ধে দেশের আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির এক জরুরি বৈঠকের পর এই বিবৃতি প্রকাশ করা হয়। বৈঠকে ভারতের সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হয় এবং হামলায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। একইসঙ্গে, ভারতের “অপ্রীতিকর, কাপুরুষোচিত এবং বেআইনি যুদ্ধের” পরিণতি মোকাবিলায় দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, পাকিস্তান প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং একাধিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে ভারত এখনো এই দাবির কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।
এই বিবৃতি ও প্রতিক্রিয়াগুলো দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
সূত্র : বিবিসি