ভারতশাসিত কাশ্মিরে সন্দেহভাজন হামলাকারীদের বিরুদ্ধে পরিচালিত সামরিক ও নিরাপত্তা অভিযানের সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে ভারত। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক নির্দেশনায় এই নিষেধাজ্ঞা জারি করে।
আল জাজিরার খবরে বলা হয়, পেহেলগাম হামলার পর ভারতীয় কর্তৃপক্ষ ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ বৃহৎ সামরিক ও নিরাপত্তা অভিযানের সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক নির্দেশনায় সকল মিডিয়া চ্যানেলকে প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর চলাচলের সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে, সকল মিডিয়া প্ল্যাটফর্ম, সংবাদ সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা-সম্পর্কিত অভিযান নিয়ে প্রতিবেদন করার সময় বিদ্যমান আইন ও বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয়া হচ্ছে।’
সূত্র : আল জাজিরা