সিন্ধু নদীর জলপ্রবাহ নিয়ে ভারত যদি কোনও অবকাঠামো নির্মাণের মাধ্যমে সিন্ধু জল চুক্তি (আইডব্লিউটি) লঙ্ঘন করে, তবে পাকিস্তান সামরিকভাবে জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি এই ধরনের পদক্ষেপকে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন হিসেবে অভিহিত করেন।
শুক্রবার জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে তিনি বলেন, যদি তারা (ভারত) কোনও কাঠামো নির্মাণের চেষ্টা করে, আমরা তা ধ্বংস করে দেব।’ তার ভাষায়, আগ্রাসন মানেই শুধু কামান বা গুলি নয়; জল আটকে মানুষকে তৃষ্ণা ও ক্ষুধার মুখে ফেলা আরও মারাত্মক রূপ।
খাজা আসিফের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন পহেলগামে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়। ভারতের পক্ষ থেকে কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করা হয়। এর জেরে নয়াদিল্লি একাধিক শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে রয়েছে আইডব্লিউটি স্থগিতের ঘোষণা, ভিসা বাতিল ও সীমান্ত ক্রসিং বন্ধ করা।
প্রতিউত্তরে ইসলামাবাদও ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করে, অধিকাংশ ভারতীয় নাগরিকের ভিসা বাতিল করে এবং সীমান্ত বন্ধ করে দেয়। পাকিস্তান এ হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তে অংশ নেয়ার প্রস্তাব দিয়েছে।
সিন্ধু জল চুক্তি লঙ্ঘনের অধিকার নেই ভারতের
খাজা আসিফ আরো বলেন, ভারতের পক্ষে একতরফাভাবে আইডব্লিউটি বাতিল করা সহজ হবে না এবং ইসলামাবাদ আন্তর্জাতিক ফোরামগুলোতে এই বিষয়ে অভিযোগ উত্থাপন করবে।
ভারতের আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রী মোদি সরকারের পদক্ষেপকে “নাটক” বলে অভিহিত করেন এবং বলেন, নয়াদিল্লি আন্তর্জাতিক সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে। মোদির সরকার পাকিস্তানের বিরুদ্ধে তাদের অভিযোগের পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও জানান, “ভারত ক্রমাগত উস্কানি দিচ্ছে, কিন্তু আমরা কেবল প্রতিরোধমূলক পদক্ষেপ নেব।”
সূত্র : জিও নিউজ