সিলেট সীমান্তে এবার ২১ জনকে পুশ ইন

সিলেট সীমান্ত দিয়ে আরো ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে ১২ জন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

শনিবার (২৪ মে) সকালে সিলেটের কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশ-ইন করা হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। পরে সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মো: জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সকল সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার সকালে সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২১ জনকে আটক করে বিজিবি। যাদেরকে পুশ-ইন করা হয়েছে তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে চলতি মাসের ১৪ মে একই উপজেলার আটগ্রাম সিমান্ত দিয়ে ১৬ জনকে পুশ ইন করেছিল বিএসএফ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top