সোমালিয়ার দক্ষিণ-পূর্ব হিরান ও মধ্য শাবেল প্রদেশের সীমান্তবর্তী এলাকায় একটি যৌথ সামরিক অভিযানে শাবাবের ৭০ সদস্যকে হত্যা করা হয়েছে। রোববার (১৮ মে) দেশটির সরকারি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে জাতীয় ও স্থানীয় বাহিনীর যৌথ সামরিক অভিযানে শাবাবের ৭০ সদস্যকে হত্যা করা হয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা ধরে চলা এই অভিযানে শাবাবের নিয়ন্ত্রণে থাকা বিপুল পরিমাণ অস্ত্রও জব্দ করা হয়েছে।
এর আগে রোববার মোগাদিশুতে সোমালিয় বাহিনীর দামানিও ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা করা হয়। এতে বেশ কয়েকজন নিহত ও অনেকে আহত হন। মিসর, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এই বোমা হামলার নিন্দা জানায়।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে আল-কায়েদা-সংশ্লিষ্ট গোষ্ঠী আল-শাবাব সোমালি সরকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
সূত্র : টিআরটি আরবি