সৌদি, আহমেদ শারা, মাহমুদ আব্বাস, ফিলিস্তিনি কর্তৃপক্ষ, সিরিয়ার প্রেসিডেন্ট, সম্পাদকের বাছাই,

সৌদিতে ট্রাম্পের বৈঠকে থাকবেন ফিলিস্তিন ও সিরিয়ার প্রেসিডেন্ট

সৌদি আরবে ট্রাম্প ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার উপস্থিতি থাকার কথা রয়েছে। ফিলিস্তিনের একাধিক সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে।

জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় বিনিয়োগ নিশ্চিত করা, গাজায় যুদ্ধবিরতি অগ্রসর করা এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ঠেকানোই ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের প্রধান লক্ষ্য।

রয়টার্স জানায়, দোহায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় গণমাধ্যমে সতর্ক করে বলেন, ওয়াশিংটন যদি ইরানের ‘পারমাণবিক অধিকার’ হরণে উদ্যোগী হয়, তবে তেহরান কোনো অবস্থান থেকে সরে আসবে না।

তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা সম্ভব নয়।

সূত্র : জেরুসালেম পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top