গাজা, আয়েশা, ফিলিস্তিনি

সৌদি ইসরাইল সম্পর্ক ঠেকাতে নিশ্চিহ্ন হলো গাজার ৭০০০ পরিবার

সৌদি ইসরাইল সম্পর্ক ঠেকাতে নিশ্চিহ্ন হয়েছে গাজার ২,০৯২টি পরিবার। এছাড়া মাত্র এক সদস্য জীবিত আছেন, এমন পরিবারের সংখ্যা ৪,৮৮৯টি।

মঙ্গলবার (২১ মে) গাজার স্থানীয় সাংবাদিক আয়েশা গাজা তার ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ গাজায় যুদ্ধের ৫৯১তম দিন। এ সময় ৫৩ হাজার ৩৩৯ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ১৭ হাজার ৯৫৪টি শিশু ও প্রায় ১৩ হাজার নারী রয়েছে।

তিনি আরো বলেন, এই যুদ্ধে ১ লাখ ২১ হাজার ৩৪ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। এছাড়া ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ রয়েছে আরো ১১ হাজার ২০০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে অন্তত ৭০ শতাংশ নারী ও শিশু রয়েছে।

আয়েশা বলেন, আহতের মধ্যে প্রায় ১৫০০ জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। এছাড়া আরো ৪ হাজার জন দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় রয়েছে। এছাড়া এক বা একাধিক অঙ্গ হারিয়েছেন আরো ১০ হাজারের বেশি।

পোস্টে তিনি প্রায় ৩৯ হাজার শিশু এতিম হয়েছেন বলেও উল্লেখ করেছেন। এরপর তিনি বলেন, অন্তত ৭০টি শিশু ক্ষুধার কষ্টে মারা গেছে। এছাড়া আরো অনেকেই মৃত্যু ঝুঁকিতে রয়েছে।

গাজার এই নারী সাংবাদিক বলেন, এই যুদ্ধে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top