স্ত্রী, স্ত্রীর উপার্জন, বৈবাহিক ধর্ষণ : অধিকার না বিভ্রান্তি?

স্বামী কি স্ত্রীর টাকা-পয়সা ব্যবহার করতে পারবেন

টুডেনিউজ বিডি ডটনেট

ইসলামি শরীয়তে পুরুষদের গৃহস্থালির ব্যয়ভার বহনের দায়িত্ব দেয়া হয়েছে। আর নারীরা সেই দায়িত্ব থেকে মুক্ত থাকে। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা নিসাতে (৩৪) ইরশাদ করেছেন,

اَلرِّجَالُ قَوّٰمُوۡنَ عَلَی النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰہُ بَعۡضَہُمۡ عَلٰی بَعۡضٍ وَّبِمَاۤ اَنۡفَقُوۡا مِنۡ اَمۡوَالِہِمۡ ؕ

পুরুষ নারীদের অভিভাবক, যেহেতু আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু পুরুষগণ নিজেদের অর্থ-সম্পদ ব্যয় করে। (সূরা আন-নিসা: ৩৪)

এটি নির্দেশ করে যে স্বামীকে গৃহস্থালির অর্থনৈতিক দায়িত্ব পালন করতে হবে এবং স্ত্রীকে কাজের জন্য বাধ্য করা যাবে না।

স্ত্রী চাকরি করতে পারবেন কিনা

তবে যদি স্ত্রীর কোনো অন্য উপার্জনের সুযোগ থাকে, যেমন চাকরি করা এবং তার প্রয়োজনীয়তাও থাকে, তাহলে তিনি শরীয়তের নির্দিষ্ট শর্তে কাজ করতে পারেন। তবে ওই অবস্থায়ও তাকে পর্দার সীমাবদ্ধতা এবং গাইরে মাহরাম পুরুষদের সঙ্গে অবাধ মেলামেশা থেকে বিরত থাকতে হবে।

স্ত্রীর উপার্জনে স্বামীর অধিকার কতটুকু

শরীয়তের দৃষ্টিতে, স্ত্রীর উপার্জিত অর্থ তার নিজস্ব সম্পত্তি। স্বামী সেই অর্থে কোনো হস্তক্ষেপ করতে পারেন না, যদি না স্ত্রীর অনুমতি থাকে।

و فی شرح المجلہ : لا یجوز لاحد ان یتصرف فی ملک غیرہ بلا اذنہ او وکالۃ منہ او ولایۃ علیہ و ان فعل کان ضامنا اھ(1/61)

স্ত্রীর ইচ্ছা অনুযায়ী, তিনি তার উপার্জিত অর্থ ব্যয় করতে পারেন—এটা তার মৌলিক অধিকার। যদি তিনি স্বামী বা সন্তানদের জন্য ব্যয় করেন, তবে এটি দ্বিগুণ সওয়াবের কারণ হবে, যেহেতু তাকে আত্মীয়তার হক আদায় এবং সদকার সওয়াব দুইটি লাভ হবে। যেমন সহীহ বুখারীতে এসেছে,

لَهَا أَجْرَانِ أَجْرُ الْقَرَابَةِ وَأَجْرُ الصَّدَقَةِ
(নারী যদি স্বামীর জন্য ব্যয় করে) তার জন্য রয়েছে দুইটি সওয়াব: আত্মীয়তার সওয়াব এবং সদকার সওয়াব। [সহীহ বুখারী: হাদীস ১৪৬৬]

এছাড়া, শরীয়ত অনুযায়ী, অন্য কারো সম্পত্তিতে অনুমতি ছাড়া হস্তক্ষেপ করা বা ব্যবহার করা উচিত নয়, এবং তা না করলে গোনাহ হবে না। তবে উপকারী খরচ করলে আল্লাহ তাআলা প্রতিদান দেবেন।

کما قال اللہ تعالی ؛َ یاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ وَ لَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا (النساء/29)-

সূত্র : বানুরি টাউনের ফাতাওয়া, নম্বর : ১৪৪১১০২০১৭১২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top