টুডেনিউজ ডেস্ক
হরমুজ প্রণালী বন্ধ না করতে ইরানের প্রতি চীনের সুপারিশ চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনের প্রতি এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থানে হামলা করেছে। এর প্রতিক্রিয়ায় ইরান যেন হরমুজ প্রণালী বন্ধ না করে দেয়।’ এ বিষয়ে ইরানকে উৎসাহিত করার জন্য চীনকে আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, রোববার ভোরে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র দাবি করেছে যে এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তবে ইরানি গণমাধ্যম জানিয়েছে, এতে পারমাণবিক স্থাপনার খুব বেশি ক্ষয়-ক্ষতি হয়নি।
সূত্র : রয়টার্স