রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে হাইকোর্ট। এক বছর পুরোনো মামলায় তার জামিন চেয়ে দাখিল করা আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত রুল যথাযথ ঘোষণা করে জামিনের আদেশ দেন।
গত ৪ ফেব্রুয়ারি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা মামলায় জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছিল। এতে বলা হয়েছিল, কেন দাসকে জামিন দেয়া হবে না, তা ব্যাখ্যা করতে হবে।
২০২৪ সালের ২৬ নভেম্বর দাসকে গ্রেফতারের পর চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তার জামিনকে কেন্দ্র করে আদালতপাড়ায় অস্থিরতা তৈরি হয়। সেদিনই আদালত প্রাঙ্গণে সংঘর্ষে এক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও জামিন প্রত্যাখ্যানের ঘটনায় প্রতিবাদ জানায় প্রতিবেশী দেশ ভারতও। বিষয়টি দুই দেশের মধ্যে কূটনৈতিকভাবে সংবেদনশীল আলোচনার জন্ম দেয়।
হাইকোর্টের এই রায়ের মধ্য দিয়ে মামলার একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হলো, যদিও মূল অভিযোগের নিষ্পত্তি এখনো হয়নি।