হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে মত ৫৫ শতাংশ উত্তর-পূর্ব ভারতীয়ের

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে ৫৫ শতাংশ উত্তর-পূর্ব ভারতীয়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক জরিপে এমন চিত্র উঠে এসেছে।

মুড অফ দ্য নেশন শিরোনামের ওই জরিপে প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেয়া সম্পর্কে আপনার মূল্যায়ন কী? এর উত্তরে ৫৫ শতাংশ উত্তর-পূর্ব ভারতীয় ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে।

অবশ্য ২৩ শতাংশ মানুষ বলেছে, শেখ হাসিনা যেহেতু ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেয়া ঠিক। তাদের এই অবস্থানের সাথে ভারতের অন্তত ৩৭.৬ শতাংশ মানুষের সম্মতি রয়েছে।

এছাড়া পুরো ভারতের আরো ২৯ শতাংশ মানুষ চান হাসিনা যেন আর ভারতে না থাকেন। তবে তারা চান হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়। অপরদিকে উত্তরপূর্ব ভারতের ১৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন।

অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলে ইতোপূর্বে ফিরিয়ে দিতে অনীহা প্রকাশ করেছে ভারত সরকার।

সূত্র : ইন্ডিয়া টুডে এনই

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top