টুডেনিউজ ডেস্ক
ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। দলটির প্রধান নাইম কাসেম বলেন, আমরা নিরপেক্ষ নই। আমরা ইরান, তার নেতৃত্ব ও জনগণের পাশে রয়েছি। ইসরাইলের এই নৃশংসতার বিরুদ্ধে যথাযথ ও কঠোর পদক্ষেপ নেবে হিজবুল্লাহ।
বৃহস্পতিবার ইরানের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে এক বিবৃতিতে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
টেলিগ্রামের এক বার্তায় হিজবুল্লাহ প্রধান বলেন, হিজবুল্লাহ ও ইসলামী প্রতিরোধ আন্দোলন ইরানের বৈধ অধিকার ও স্বাধীনতার পক্ষে। আমরা মার্কিন আগ্রাসন ও মিথ্যাচার, মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরাইল ও তার দম্ভের বিষয়ে নিরপেক্ষ নই।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে আমরা ইরানের পাশে রয়েছি। আমরা আমাদের স্বাধীনতা, আমাদের ভূমির মুক্তি এবং আমাদের সিদ্ধান্ত ও পছন্দের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছি।’
ইরান ও ইসরাইলে হতাহতের সংখ্যা
শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরাইল। এর প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালায় তেহরান। এর মধ্য দিয়ে শুরু হয় চলমান ইসরাইল-ইরান উত্তেজনা।
ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত এবং শত শত আহত হয়েছে।
ইরানি মিডিয়ার প্রতিবেদন অনুসারে, ইরানে ইসরাইলি হামলায় ৬৩৯ জন নিহত এবং ১,৩০০ জনেরও বেশি আহত।
ইরান-ইসরাইল যুদ্ধে হিজবুল্লাহর ভূমিকা কী
সূত্র : ইয়েনি শাফাক