হেফাজতে ইসলামের বর্তমান কমিটিকে পুনর্গঠনের প্রস্তাব দিয়েছেন প্রখ্যাত দায়ী ব্যক্তিত্ব মুফতি মনোয়ার হোসেন। মঙ্গলবার (৬ মে) নিজের ফেসবুকের এক পোস্টে এই প্রস্তাবনা রাখেন তিনি।
মুফতি মনোয়ার বলেন, হেফাযতের বর্তমান পুরো কমিটিকে অভিভাবক বা শূরা কাউন্সিলে বসিয়ে ৩৫ থেকে ৪৫ বয়সী তরুণ-যুবক আলেমদের নির্বাহী কমিটি বানিয়ে সংগঠনের পুরো দায়িত্ব তাদের দিলে এক বছরে দেশের ইসলামি অঙ্গন বদলে যাবে। দেশের মানুষ, রাষ্ট্র সবার সাথে দূরত্বও কমবে।
তিনি আরো বলেন, বয়সী মুরুব্বিদের সে হোক সেক্যুলার বা ইসলামি, সব দল থেকেই তাদের অবসরের সময় হয়ে গেছে।
এই দায়ী বলেন, তাদের দুআ মুনাজাতই আমাদের পাথেয়। তরুণরা ক্ষিপ্র, যামানার সাথে মানানসই ও কাজের উপযোগী। তাদের সামনে দিন, কাজ দিন।