২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাটি আজও জাতির হৃদয়ে এক গভীর ক্ষত হয়ে রয়েছে। দিনটি স্মরণে ২০২৫ সালের ৫ মে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে ইসলামপন্থী কয়েকটি সংগঠন। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের স্মরণ, ন্যায়বিচারের দাবি এবং রাজনৈতিক অবস্থান তুলে ধরাই এসব আয়োজনের মূল উদ্দেশ্য।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। শাপলা ও জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী মানববন্ধনের আয়োজন করেছে। ৫ মে, দেশের সকল বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এই মানববন্ধন। শাপলা গণহত্যার বিচার ও দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশবাসীকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
ঢাকার মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে আয়োজিত হবে একটি বিশাল শাপলা র্যালি। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পশ্চিম এই র্যালির আয়োজক। শহীদদের স্মরণ ও বিচারের দাবিতে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে ৫ মে, বাদ আসর।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত হবে ইনকিলাব মঞ্চের আয়োজনে ‘জুলাই জনতার শাপলা সংহতি’ শিরোনামে একটি জনসমাবেশ। বিকেল ৪টায় শুরু হওয়া এই সমাবেশে শাপলা গণহত্যার বিচার এবং সংহতির বার্তা দেওয়া হবে।
এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ড. আব্দুল্লাহ ফারুক হলে আয়োজিত হচ্ছে একটি সেমিনার। ‘শাপলার জাগরণ থেকে চব্বিশের গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশের নির্মাণযাত্রা’ শিরোনামে এই ভাবনাসমৃদ্ধ সেমিনারটি আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সময়: ৫ মে, সোমবার, বিকেল ৪টা।
৫ মে স্মরণে এসব কর্মসূচির মাধ্যমে সংগঠনগুলো তাদের দাবি ও বার্তা জনসম্মুখে তুলে ধরার পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে—শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে।