টুডেনিউজ বিডি ডটনেট
বাংলাদেশের কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে দাওরায়ে হাদিস (তাকমীল)-এর ১৪৪৬ হিজরী/২০২৫ ঈসাব্দের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ২টায় আল-হাইআতুল উলয়ার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অথরিটি চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানসহ হাইয়ার কর্মকর্তারা। এ সময় অফিস ব্যবস্থাপক মো: অসিউর রহমান ফলাফলটি ঘোষণা করেন।
এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন মোট ৩২ হাজার ৭১৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাসের গড় হার ছিল ৮৫.৬৪ শতাংশ। বিস্তারিত ফলাফল অনুযায়ী, পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিভাগে ফলাফল ছিল এ রকম,
-মুমতায (স্টার মার্ক) : ১,৩৪২ জন
-জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) : ৫,৮৭৩ জন
-জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) : ১২,৯০০ জন
-মাকবুল (তৃতীয় বিভাগ) : ৭,৮৪৮ জন
পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং মাদরাসার ফলাফল দেখতে পারবেন আল-হাইআতুল উলয়ার অফিসিয়াল ওয়েবসাইটে:
[https://hems.alhaiatululya.org](https://hems.alhaiatululya.org)
[https://hems.alhaiatululya.org/exam-result](https://hems.alhaiatululya.org/exam-result)