ভারতীয় সৈন্য, রাফায়েল যুদ্ধবিমান, অপারেশন সিঁদুর

পাকিস্তানের সাথে যুদ্ধে ২৫০ জনের বেশি ভারতীয় সৈন্য নিহত

নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর চালানো অপারেশন সিঁদুরের সময় ২৫০ জনেরও বেশি ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে এই ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে ভারতীয় সেনাবাহিনী প্রচণ্ড অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছে।

সূত্র অনুসারে, এই অভিযানের সময় ভারতীয় কর্তৃপক্ষ একদিকে বড় ধরণের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, অপরদিকে ক্রমাগত সেই ক্ষতির পরিমাণ কমিয়ে দেখানোর চেষ্টা করে। এমনকি জনসাধারণের তদন্ত এড়াতে এবং গণআলোচনাকে চাপা দিতে ভারত সরকার ১০০ জনেরও বেশি নিহত সৈন্যকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো বড়সড় ঘোষণা এখনো আসেনি।

পুরস্কৃতদের তালিকায় রয়েছেন তিনজন রাফায়েল যুদ্ধবিমানের পাইলটসহ মোট চারজন পাইলট। এছাড়া ভারতীয় বিমান বাহিনীর সাতজন কর্মী এবং ১০ম পদাতিক ব্রিগেডের জি-টপ পোস্টে নিহত পাঁচ সৈন্যের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

৯৩তম পদাতিক ব্রিগেডের সদর দফতরে আরো নয়জন নিহত সৈন্যকে সামরিক সম্মাননা দেয়া হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি আদমপুর বিমানঘাঁটিতে নিহত উন্নত এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পাঁচ অপারেটরকেও মরণোত্তর পুরস্কৃত করা হয়েছে।

সূত্রগুলো আরো জানিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় জেনারেল এবং কূটনীতিক অবশেষে এই ক্ষয়ক্ষতি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এর মধ্যে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ধ্বংস এবং রাফায়েল যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতি, যা এর আগে সরকারিভাবে অস্বীকার করা হয়েছিল।

অভিযানকে ঘিরে ভারতের সরকারি বিবরণ নিয়ন্ত্রণের চেষ্টাও নজরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত সৈন্যদের পরিবারের সদস্যদের ছবি বা ব্যক্তিগত গল্প শেয়ার না করার জন্য সরকারিভাবে চাপ প্রয়োগ করা হয়েছে।

যদিও স্বাধীন ভারতীয় ও আন্তর্জাতিক মিডিয়া বারবার ক্ষয়ক্ষতির প্রমাণ প্রকাশ করেছে, মোদি প্রশাসন এখনো পাঠানকোট ও উধমপুরের মতো সংবেদনশীল সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করে যাচ্ছে।

নিহতদের সম্মাননা প্রদান, অথচ একইসাথে ক্ষয়ক্ষতি নিয়ে জনসমক্ষে নীরব থাকা, ভারতীয় সেনাবাহিনীর জন্য এক দ্বৈত সঙ্কট- একদিকে সামরিক বিপর্যয়, অন্যদিকে তথ্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ- যা স্পষ্টভাবে অপারেশন সিঁদুরকে ঘিরে ভারতের নীতিগত ও বাস্তব সঙ্কটের চিত্র তুলে ধরেছে।

সূত্র : সামা টিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top